বরিশাল-ঢাকা নৌ রোডে অনেক গুলো ৪র্থ তলা চলাচল করে। সুন্দরবন নেবিগেশনের ও অনেক গুলো লঞ্চ যেমন, সুন্দরবন-১০,১১ এই নৌ রোডে চলাচল করে। কিন্তু এইভার সুন্দরবন নেভিগেশন খুব আধুনিক লঞ্চ সুন্দরবন-১৬ যাত্রী সেবার জন্য সুন্দরবন ফ্যামিলিতে যুক্ত করেছে। যেটা বরিশালে নৌ রোডের সব থেকে বড় ও বিলাশবহুল লঞ্চ একটি যাত্রীদের জন্য অনেক আধুনিক সুযোগ সুবিধা হয়েছে যে, আধুনিক সাজসজ্জা, নির্মাণশৈলি ও প্রযুক্তির ব্যবহার হয়েছে লঞ্চটিতে। আছে শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা। হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য রয়েছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। ওঠানামার জন্য আছে ক্যাপসুল লিফট। নিরাপত্তার জন্য আছে সিসিটিভি ক্যামেরা, শিশুদের জন্য বিনোদনের জায়গা, ফুডকোর্ট, ফার্মেসি, আধুনিক অগ্নিনির্বাপণ ও ওয়াই–ফাইয়ের ব্যবস্থা। ৪ তলা লঞ্চটির দৈর্ঘ্য ৩৬০ ফুট ও প্রস্থ ৬০ ফুট। এতে লোয়ার ডেক, আপার ডেক ও আড়াই শতাধিক প্রথম শ্রেণির কক্ষ (কেবিন) ছাড়াও ৬টি ভিআইপি ও ১০ সেমি ভিআইপি কক্ষ আছে। এর যাত্রী ধারণক্ষমতা ১ হাজার ৩৫০ জন। যা বর্তমান সময়ের ঢাকা ও বরিশাল নৌা রোডের সব থেকে বড় লঞ্চ। সুন্দরবন নেভিগেশন সব সময় নুত্য নতুন লঞ্চ তৈরি করে আছে। অনেক বছর ...